ঢাকা, শনিবার   ০৪ জানুয়ারি ২০২৫

কুমিল্লায় আগ্নেয়াস্ত্রসহ মাদক কারবারি আটক

কুমিল্লা প্রতিনিধি

প্রকাশিত : ১৫:৫৭, ৫ মে ২০২৩

কুমিল্লায় ইয়াবা ও দেশীয় রিভলবারসহ একজনকে আটক করেছে কোতয়ালী থানা পুলিশ। 

শুক্রবার সকালে এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানায় পুলিশ।

পুলিশ জানায়, বৃহস্পতিবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে কোতয়ালী মডেল থানার কান্দিরপাড় পুলিশ ফাঁড়ি থেকে ৬নং জগন্নাথপুর ইউনিয়নের দৌলতপুরে অভিযান চালায় পুলিশ। এসময় দৌলতপুর জামে মসজিদের পশ্চিমে কাঁচা রাস্তার উপর থেকে শপিং ব্যাগের ভিতর থাকা একটি দেশীয় লোহার তৈরী রিভলবার, ২ রাউন্ড গুলি, ৬০০ পিস ইয়াবা ট্যাবলেটসহ মো. সোহাগকে আটক করা হয়।

সোহাগের বিরুদ্ধে পূর্বের একটি মাদক মামলা আদালতে বিচারাধীন রয়েছে বলেও জানায় পুলিশ। এ ঘটনায় তার বিরুদ্ধে অস্ত্র ও মাদক আইনে মামলা দায়ের করা হয়েছে।

এমএম/


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি