ঢাকা, শনিবার   ০৪ জানুয়ারি ২০২৫

কুমিল্লার বাঙ্গরা বাজারে ৩ মাদক কারবারি গ্রেফতার

কুমিল্লা প্রতিনিধি

প্রকাশিত : ১৬:০৭, ৫ মে ২০২৩

কুমিল্লায় গাঁজা সহ তিন মাদক কারবারিকে গ্রেফতার করেছে বাঙ্গরা বাজার থানা পুলিশ। 

শুক্রবার সকালে এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানান বাঙ্গরা বাজার থানার অফিসার ইনচার্জ।

পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে বৃহস্পতিবার ২নং আকুবপুর ইউনের পীরকাশিমপুর ব্রীজের পূর্ব পাশে আকুবপুরগামী পাকা রাস্তার পাশে অবৈধভাবে গাঁজা নিয়ে যাওয়ার সময় তিনজনকে আটক করে পুলিশ।

আটককৃত আসামী জেলার বাঙ্গরা বাজার থানার গাঙ্গের কোট দ. পাড়া গ্রামের সাইফুল ইসলাম, পূর্ব জাঙ্গাল (প. পাড়া) গ্রামের মোঃ রাহিম, ব্রাহ্মনবাড়িয়া জেলা কসবা থানার শিমরাইল গ্রামের রনজিদ দাশ। এসময় তাদের সাথে থাকা ১৮ কেজি গাঁজা জব্দ করা হয়।

এ বিষয়ে বাঙ্গরা বাজার থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে।

এমএম/
 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি