ঢাকা, রবিবার   ২৪ নভেম্বর ২০২৪

পটুয়াখালীতে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্থদের জেলা প্রশাসনের সহায়তা

পটুয়াখালী প্রতিনিধি

প্রকাশিত : ১৬:১৫, ৫ মে ২০২৩

পটুয়াখালী পৌর শহরের পুরান বাজারে স্মরনকালের ভয়াবহ অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্থদের মাঝে নগদ অর্থ,টিন ও শিক্ষার্থীদের মাঝে বই বিতরণ করেছে জেলা প্রশাসন।

মোট ৪৩ টি পরিবারের মধ্যে পরিবার প্রতি ৯ হাজার টাকা, ৩ বান টিন, ছাত্র-ছাত্রীর এক সেট করে পাঠ্যপুস্তক ও প্রত্যেক শিক্ষার্থীকে নগদ ১০ হাজার করে টাকা দেয়া হয়।
 
সকাল সাড়ে ১১ টায় স্থানীয় টাউন স্কুল মাঠে জেলা প্রশাসক মো: শরীফুল ইসলাম এ সহয়তা বিতরন করেন। 

এ সময় জেলা পরিষদ চেয়ারম্যান মো. হাফিজুর রহমান, অতিরিক্ত পুলিশ সুপার সাজেদুল ইসলাম, জেলা আওয়ামীলীগ সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা ভিপি আবদুল মান্নান, পৌর মেয়র মহিউদ্দিন আহমেদ, সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান এ্যাডভোকেট গোলাম সরোয়ার উপস্থিত ছিলেন। 

উল্লেখ্য, গত ৩ মে বিকেলে একটি তেলের গোডাউনে আগুন লেগে পৌর শহরের পুরান বাজার সংলগ্ন মিঠাপুকুর পাড় এলাকা মুহূর্তেই পুড়ে ছাই হয়ে যায়। অগ্নিকাণ্ডে অর্ধশতাধিক ব্যবসা প্রতিষ্ঠান ও ঘর বাড়ি পুড়ে যায়।

এমএম/


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি