ঢাকা, বৃহস্পতিবার   ২৬ ডিসেম্বর ২০২৪

সিরাজগঞ্জে পণ্যবাহী ট্রেন লাইনচ্যুত, বন্ধ রেল যোগাযোগ

সিরাজগঞ্জ প্রতিনিধি

প্রকাশিত : ১৭:৫৩, ৫ মে ২০২৩ | আপডেট: ১৮:১৬, ৫ মে ২০২৩

সিরাজগঞ্জের উল্লাপাড়ায় পণ্যবাহী ট্রেনের দুটি বগি লাইনচ্যুত হয়েছে। এতে উত্তরবঙ্গের সঙ্গে ঢাকার রেল যোগাযোগ বন্ধ রয়েছে।

শুক্রবার দুপুর দেড়টার দিকে উল্লাপাড়া রেলওয়ে স্টেশন এলাকায় এ ঘটনা ঘটে। তবে পর্যন্ত কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।

বিষয়টি  নিশ্চিত করেছেন সিরাজগঞ্জ রেলওয়ের উপ-সহকারী প্রকৌশলী আহসানুর রহমান। তিনি বলেন, আমি ঘটনাস্থলে গিয়ে বিস্তারিত জানানো হবে।

সিরাজগঞ্জ রেলওয়ে থানার ওসি মাহবুবুর রহমান সরকার বলেন, ঘটনাটি একটু আগে জেনেছি। এখন ঘটনাস্থলে যাচ্ছি।

এমএম/


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি