ঢাকা, সোমবার   ০৬ জানুয়ারি ২০২৫

মাদক কারবারির ছুরিকাঘাতে গুরুতর আহত পুলিশ কনস্টেবল

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি

প্রকাশিত : ১১:০৭, ৬ মে ২০২৩

ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় এক মাদক কারবারির ছুরিকাঘাতে পুলিশ কনস্টেবল খাইরুল ইসলাম (৩৫) গুরুতর আহত হয়েছেন।

শুক্রবার রাতে উপজেলার মনিয়ন্দ ইউনিয়নের শিবনগর গ্রামে মাদক বিরোধী অভিযানের সময় এ ঘটনা ঘটে। আহত পুলিশ সদস্যকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় প্রেরণ করা হয়েছে।

আখাউড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো: আসাদুল ইসলাম জানান, রাতে থানার উপপরিদর্শক জাকির তিনজন কনস্টেবল নিয়ে শিবনগর গ্রামে মাদক কারবারি সেলিমের বাড়িতে মাদক উদ্ধারের জন্য অভিযান চালায়। এ সময় সেলিমকে ধরে ফেললে হাতে থাকা ছুরি দিয়ে কনস্টেবল খাইরুলকে ছুরিকাঘাত করে পালিয়ে যায়। 

ওসি আরও জানান, গুরুতর আহত অবস্থায় তাকে জেলা সদর হাসপাতালে প্রেরণ করলে চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য তাকে ঢাকা পাঠায়। মাদক কারবারি সেলিমের বিরুদ্ধে পূর্বে থানায় মাদক, চুরি ও মারামারিসহ ছয়টি মামলা রয়েছে। তাকে গ্রেফতারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে বলে জানান তিনি।

এএইচ


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি