ঢাকা, বৃহস্পতিবার   ০৯ জানুয়ারি ২০২৫

ফলের ভেতরে অভিনব কায়দায় ইয়াবা চালান, আটক ২

গাজীপুর প্রতিনিধি

প্রকাশিত : ১৫:৪৬, ৬ মে ২০২৩ | আপডেট: ১৫:৪৭, ৬ মে ২০২৩

গাজীপুরের ফলের ভেতরে অভিনব কায়দায় ইয়াবা বিক্রির সময় ২ মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে মহানগর গোয়েন্দা পুলিশ। এসময়ে তল্লাশি চালিয়ে ৪ হাজার ৫শ’ পিস ইয়াবা উদ্ধার করা হয়েছে।

শনিবার সকালে মহানগর গোয়েন্দা পুলিশের কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান ডিবির উপপুলিশ কমিশনার মোহাম্মদ ইব্রাহিম খান। 

গ্রেপ্তারকৃতরা হলেন কক্সবাজারের টেকনাফের লেঙ্গুরবিলের  মো.ইমরান ও একই এলাকার  হুমায়ূন কবির। শুক্রবার সন্ধ্যায় গোপন সংবাদের ভিত্তিতে গাজীপুরের চান্দনা চৌরাস্তা থেকে তাদের গ্রেপ্তার করা হয়। 

আনারস ও কমলার ভেতরে করে টেকনাফ থেকে ইয়াবা বহন করে নিয়ে আসে গ্রেপ্তারকৃতরা। পরে তাদের গ্রেপ্তারের পর তল্লাশি করে ৪ হাজার ৫'শ পিস ইয়াবা উদ্ধার করা হয়। 

মাদক মামলায় মেট্রোপলিটন আদালতের মাধ্যমে গ্রেপ্তারকৃতদের কারাগারে পাঠানো হয়েছে।

এএইচ


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি