ঢাকা, শুক্রবার   ১০ জানুয়ারি ২০২৫

কক্সবাজার পৌর নির্বাচন ঘিরে স্বেচ্ছাসেবক লীগের প্রস্তুতি সভা 

একুশে টেলিভিশন

প্রকাশিত : ২১:৩৭, ৬ মে ২০২৩

কক্সবাজার পৌরসভা নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত মেয়র প্রার্থী মোঃ মাহবুবুর রহমান চৌধুরী'র নৌকা প্রতীকের সমর্থনে আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের উদ্যোগে নির্বাচনী প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে।

সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সংগঠনের ভারপ্রাপ্ত সভাপতি গাজী মেজবাউল হোসেন সাচ্চু। তিনি বলেন, নৌকার পক্ষে গণজোয়ার সৃষ্টি হয়েছে। কক্সবাজার পৌরসভা নির্বাচনে নৌকা বিপুল ভোটে জয়লাভ করবে বলে আশাবাদ ব্যক্ত করেন তিনি।

প্রধান বক্তা হিসেবে সাধারণ সম্পাদক এ কে এম আফজালুর রহমান বাবু বলেন, দেশের উন্নয়নকে এগিয়ে নেওয়ার জন্য, সুস্থ, সুন্দর কক্সবাজার গড়তে নৌকা মার্কার কোনো বিকল্প নেই। ভোটারদের ভোটকেন্দ্রে আসার আহ্বান জানিয়ে তিনি বলেন, যত বেশি ভোটার আসবেন নৌকায় তত বেশি ভোট পড়বে।

বক্তব্য রাখেন মেয়র পদপ্রার্থী জনাব মোঃ মাহবুবুর রহমান চৌধুরী, সংগঠনের সহ-সভাপতি ড. জমির উদ্দিন সিকদার, যুগ্ম সাধারণ সম্পাদক একে এম আজিমসহ আরো অনেকে।

সভাপতিত্ব করেন কক্সবাজার জেলা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগ সম্মেলন প্রস্তুত কমিটির আহবায়ক মোঃ রহিম উদ্দিন।

এসবি/ 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি