ঢাকা, বৃহস্পতিবার   ০৩ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল আরোহী ৩ যুবক নিহত

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১২:০৬, ৮ মে ২০২৩

Ekushey Television Ltd.

গোপালগঞ্জে ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল আরোহী ৩ যুবক নিহত হয়েছেন। তারা জেলা শহর থেকে বাড়িতে ফিরছিলেন।

ঢাকা-খুলনা মহাসড়কের গোপালগঞ্জ সদর উপজেলার সোনাশুর এলাকায় রোববার রাত সাড়ে ১২টার দিকে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন গোপালগঞ্জ সদর উপজেলার শোকর শেখের ছেলে জামি  শেখ (১৭), শুকুর সরদারের ছেলে হাসান সরদার (১৮) এবং ডবলু শেখের ছেলে তাজিম শেখ (১৬। এদের সবার বাড়ি সদর উপজেলার ছুটফা গ্রামে।

স্থানীয়দের বরাত দিয়ে গোপালগঞ্জ ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন মাস্টার স.ম আরিফুল হক জানান, জেলা শহর থেকে একটি মোটরসাইকেলে করে ৩ যুবক তাদের গ্রামের বাড়িতে ফিরছিলেন। ঢাকা-খুলনা মহাসড়কের সোনাশুর পৌঁছালে বিপরীত দিক থেকে আসা অজ্ঞাত একটি ট্রাক ধাক্কা দিলে মোটরসাইকেলটি রাস্তার পাশে ছিটকে পড়ে আগুন ধরে যায়।

এতে ঘটনাস্থলেই জামি শেখ নিহত হন। মারাত্মক আহত হাসান ও তাজিমকে উদ্ধার করে গোপালগঞ্জ ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে অবস্থার অবনতি হলে তাদেরকে ঢাকা পঙ্গু হাসপাতালে পাঠানো হয়।

নিহতের স্বজনরা জানান, সেখানে চিকিৎসাধীন অবস্থায় আজ সোমবার সকাল ৮টায় তারা মারা যান।

এএইচ


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি