ঢাকা, শুক্রবার   ২২ নভেম্বর ২০২৪

জিসিসি নির্বাচন উপলক্ষে প্রতিষ্ঠান প্রধানদের সঙ্গে মতবিনিময়

গাজীপুর প্রতিনিধি

প্রকাশিত : ১৪:০৯, ৮ মে ২০২৩

গাজীপুর সিটি করপোরেশন নির্বাচন উপলক্ষে ভোটকেন্দ্র হিসেবে ব্যবহৃত প্রতিষ্ঠান প্রধানদের সঙ্গে মতবিনিময় অনুষ্ঠিত হয়েছে।

সোমবার রিটার্নিং কর্মকর্তার কার্যালয় বঙ্গতাজ অডিটোরিয়ামে আয়োজিত মতবিনিময় সভাপতিত্ব করেন রিটার্নিং কর্মকর্তা ফরিদুল ইসলাম।

মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন জেলা প্রশাসক আনিসুর রহমান, জিএমপি কমিশনার মোল্যা নজরুল ইসলামসহ সকল কেন্দ্রের প্রতিষ্ঠান প্রধানেরা।

মতবিনিময় সভায় রিটার্নিং কর্মকর্তা ভোটার, প্রার্থী, আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য, গণমাধ্যমকর্মীদের কাছে সহায়তা প্রত্যাশা করে অবাধ সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের প্রত্যয় ব্যক্ত করেন।

গাজীপুর সিটি করপোরেশন নির্বাচনে ভোটকেন্দ্র রয়েছে ৪৮০টি। ভোটার ১১ লাখ ৭৯ হাজার ৪৭৬  জন। প্রতীক বরাদ্দ হবে আগামীকাল ৯ মে। ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে আগামী ২৫ মে।

এএইচ


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি