ঢাকা, শনিবার   ০২ নভেম্বর ২০২৪

রংপুরে নারী পাচার মামলায় দুজনের যাবজ্জীবন কারাদণ্ড 

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৮:৪৮, ৮ মে ২০২৩

রংপুরে কিশোরীকে ধর্ষণ ও পাচারকারী চক্রের কাছে বিক্রির দায়ে দুজনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত।

অন্য একজন আট বছরের কারাদণ্ড পেলেও একজনকে খালাস দেয়া হয়। দুপুরে রংপুর নারী ও শিশু নির্যাতন দমন আদালতের বিচারক রোকনুজ্জামান এ রায় দেন।

বদরগঞ্জ উপজেলার ওসমানপুর খৈদ্যপাড়া গ্রামের সপ্তম শ্রেণির ওই শিক্ষার্থীকে ২০১৫ সালের ৩০ সেপ্টেম্বরে তুলে নিয়ে ধর্ষণ করেন দণ্ডপ্রাপ্ত অহিদ আলী। পরদিন ভিকটিম কিশোরীকে ভৈরবের নারী পাচারকারী দলের নেত্রী ইয়াসমিনের কাছে বিক্রি করে দেন।

পরে কিশোরগঞ্জ থেকে ভিকটমি কিশোরীকে উদ্ধার এবং পাচারকারী দলের নেত্রী ইয়াসমিন ও তার স্বামীকে গ্রেপ্তার করে পুলিশ। 

এসবি/ 
 


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি