ঢাকা, বৃহস্পতিবার   ০৩ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

বগুড়ায় স্বেচ্ছাসেবক লীগ নেতাকে কুপিয়ে হত্যা

বগুড়া প্রতিনিধি

প্রকাশিত : ১২:২০, ১০ মে ২০২৩

Ekushey Television Ltd.

বগুড়া শহরের মালগ্রামে রাতের বেলা প্রকাশ্যে ধারালো অস্ত্র দিয়ে শহর আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সাংগঠনিক সম্পাদক নাহিদ (২৮)কে কুপিয়ে হত্যা করেছে সন্ত্রাসীরা। 

মঙ্গলবার রাত সাড়ে ৮টায় এই ঘটনা ঘটে। নিহত মালগ্রাম কসাই পাড়ার মাছ বিক্রেতা ঝন্টু মিয়ার ছেলে বলে জানা গেছে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, মঙ্গলবার রাত সাড়ে ৮টার দিকে মালগ্রাম ডাবতলায় পূর্ব বিরোধের জের ধরে কয়েকজন সন্ত্রাসী নাহিদের মাথায় ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে ফেলে রেখে যায়। এরপর স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে ডাক্তার তাকে মৃত ঘোষণা করেন। 

পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।

বগুড়া সদর থানার ওসি নূরে আলম সিদ্দিকী ঘটনার সত্যতা স্বীকার করে জানান, অপরাধীদের গ্রেফতারের চেষ্টা চলছে। কারা কেন, হত্যা করেছে তা জানা যায়নি।

এএইচ


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি