ঢাকা, শনিবার   ১৫ মার্চ ২০২৫

Ekushey Television Ltd.

অনিয়মের দায়ে পরীক্ষা কেন্দ্রের সচিবকে অব্যাহতি

বাগেরহাট প্রতিনিধি

প্রকাশিত : ০৮:৪৬, ১১ মে ২০২৩

Ekushey Television Ltd.

বাগেরহাটের মোরেলগঞ্জে অনিয়মের দায়ে চলতি এসএসসি ও দাখিল পরীক্ষার কেন্দ্র সচিব মো. ফখরুল ইসলামকে দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। 

বুধবার (১০ মে) রাত সাড়ে ৮টার দিকে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও কেন্দ্র সভাপতি এসএম তারেক সুলতান এক লিখিত নোটিশে এ খবর জানিয়েছেন। 

একই নোটিশে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত ওই কেন্দ্রের সচিব হিসেবে সহকারি কেন্দ্র সচিব আব্দুল মোত্তালিবকে দায়িত্ব দেওয়া হয়েছে।

এ বিষয়ে জানতে চাইলে উপজেলা নির্বাহী কর্মকর্তা বলেন, পরীক্ষা কেন্দ্রের ব্যবস্থাপনায় অনিয়ম ও ব্যর্থতার কারণে বর্তমান সচিবকে বুধবার রাত থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। 

রাত ৯টায় কেন্দ্র সচিব মো. ফখরুল ইসলামের কাছে বিষয়টি জানতে চাইলে তিনি বলেন, আমি কোন নোটিশের কপি পাইনি বা আমাকে কেউ অবহিত করেননি। 

এএইচ


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি