ঢাকা, বুধবার   ১৫ জানুয়ারি ২০২৫

মেহেরপুরে বাসের ধাক্কায় চিকিৎসক নিহত

মেহেরপুর প্রতিনিধি

প্রকাশিত : ১৩:১৬, ১১ মে ২০২৩

স্বজনদের আহাজারি

স্বজনদের আহাজারি

মেহেরপুরে সড়ক দুর্ঘটনায় শামীম রেজা (৩২) নামের এক পশু চিকিৎসক নিহত হয়েছেন।

বৃহস্পতিবার সকাল সাড়ে ১০টার দিকে মেহেরপুর চুয়াডাঙ্গা রোডের চাঁদপুর নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে। নিহত শামীম রেজা সদর উপজেলার সিংহাটি গ্রামের মৃত শাহজাহান আলীর ছেলে ও স্থানীয় পশু চিকিৎসক।

স্থানীয়রা জানান, ঘটনার সময় শামীম রেজা মোটরসাইকেলযোগে মেহেরপুরের দিকে যাচ্ছিলেন। এসময় বিপরীত দিক থেকে ঢাকাগামী রয়েল পরিবহন নামের একটি বাস তাকে ধাক্কা দিলে তিনি সড়কে সিটকে পড়েন। পরে স্থানীয়দের সহায়তায় ফায়ার সার্ভিস কর্মীরা তাকে উদ্ধার করে মেহেরপুর জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

মেহেরপুর ফায়ার সার্ভিস স্টেশনের ভারপ্রাপ্ত স্টেশন কর্মকর্তা মোঃ আব্দুর রাজ্জাক বলেন, দুর্ঘটনার খবর পেয়ে ঘটনাস্থল থেকে মোটরসাইকেল চালক শামিম আহমেদকে উদ্ধার করে মেহেরপুর হাসপাতালে পাঠানো হয়। 

মেহেরপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল ইসলাম দুর্ঘটনায় মৃত্যুর খবরটি নিশ্চিত করেছেন। তিনি বলেন, দূর্ঘটনার পর পরই বাস চালক পালিয়ে যায়। তাকে ধরতে পুলিশ চেষ্টা করছে। এ ঘটনার পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলে জানান তিনি।

এএইচ


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি