ঢাকা, শুক্রবার   ২২ নভেম্বর ২০২৪

ঘূর্ণিঝড় ‘মোখা’ মোকাবেলায় ভোলায় ৩ ধাপের প্রস্তুতি

ভোলা প্রতিনিধি

প্রকাশিত : ১৬:৩৩, ১১ মে ২০২৩

ঘূর্ণিঝড় মোখা মোকাবেলায় ৩ ধাপের প্রস্তুতি নিয়েছে ভোলার জেলা প্রশাসন। ঝড়ের পূর্ব, দুর্যোগকালিন সময় এবং দুর্যোগের পরবর্তি এ ৩ ধাপের প্রস্তুতি নেয়া হয়েছে বলে জানিয়েছেন ভোলার জেলা প্রশাসক তৌফিক-ই-লাহী চৌধুরি।

আজ বৃহস্পতিবার দুপুরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির এ সভা অনুষ্ঠিত হয়। 

সভায় জেলা প্রশাসক তৌফিক ই-লাহী চৌধুরী জানান, উপকূলে ৭৪৬টি আশ্রয় কেন্দ্র প্রস্তুত রাখা হয়েছে। সেখানে ধারণ ক্ষমতা  ১০ লাখেরর অধিক। এছাড়া খোলা ৮টি কন্ট্রোল রুম খোলার পাশাপাশি প্রস্তুত রাখা হয়েছে ১৩ হাজার ৬০০ স্বেচ্চাসেবীকে। 

গঠন করা হয়েছে ৯২টি মেডিকেল টিম।

সভায় বক্তব্য রাখেন পুলিশ সুপার মোঃ সাইফুল ইসলাম, কোস্টগার্ডের অপারেশন অফিসার ল্যা. মেহেদী হাসান, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা তৌহিদুল ইসলামসহ জেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা।

এ সময় সিপিপি, রেডক্রিসেন্ট, পানি উন্নয়ন বোর্ড, পুলিশ, কোস্টগার্ড ও ফায়ার সার্ভিসের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

সভায় জানমালের নিরাপত্তা এবং ক্ষতি কমিয়ে আনার সর্বোচ্চ প্রস্তুতি নেয়ার কথা জানান জেলা প্রশাসক।

এএইচ


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি