ঢাকা, বুধবার   ১৫ জানুয়ারি ২০২৫

চট্টগ্রাম বিমানবন্দরে ফ্লাইট ওঠানামা বন্ধ

একুশে টেলিভিশন

প্রকাশিত : ০৯:০৫, ১৩ মে ২০২৩

চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে ফ্লাইট ওঠানামা বন্ধ ঘোষণা করেছে বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ। ঘূর্ণিঝড় মোখার কারণে আবহাওয়া অধিদপ্তর ৮নং মহাবিপদ সংকেত ঘোষণার পর এ সিদ্ধান্ত নেওয়া হয়।

অতিপ্রবল হয়ে ওঠা ঘূর্ণিঝড় মোখার কারণে চট্টগ্রামের শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দর প্রাথমিকভাবে ৪২ ঘণ্টা বন্ধ রাখার ঘোষণা দেওয়া হয়েছে। শনিবার (১৩ মে) সকাল ৬টা থেকে পরদিন রোববার রাত ১২টা পর্যন্ত বিমানবন্দরটিতে ফ্লাইট ওঠানামা বন্ধ থাকবে। আবহাওয়া পরিস্থিতি দেখে পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে বলে জানিয়েছে বিমানবন্দর কর্তৃপক্ষ।

এসবি/ 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি