ঢাকা, শনিবার   ১৫ মার্চ ২০২৫

Ekushey Television Ltd.

নওগাঁয় কিশোরগ্যাং লিডার নাঈম গ্রেপ্তার

নওগাঁ প্রতিনিধি

প্রকাশিত : ১১:৩৫, ১৩ মে ২০২৩

Ekushey Television Ltd.

নওগাঁর বদলগাছীতে মোঃ নাঈম (২১) নামে এক কিশোরগ্যাং লিডারকে গ্রেফতার করেছে র‌্যাব-৫ জয়পুরহাট ক্যাম্পের সদস্যরা।

আজ শনিবার (১৩ মে) সকালে র‌্যাব-৫ থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। এর আগে ভোরে উপজেলার গোবরচাপা এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়। 

গ্রেফতার নাঈম উপজেলার সন্নাসতলা (দূর্গাপুর) এলাকার সোহেলের ছেলে। তাকে বেলা ১১টার দিকে জেলহাজতে পাঠানো হয়।

সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, গ্রেফতার নাঈম তার সহযোগী নয়নসহ আরও ৪-৫ জনকে নিয়ে ওই এলাকায় অনেকদিন ধরে স্কুলগামী ছাত্রছাত্রীদের রাস্তায় আটকিয়ে মোবাইল, টাকা-পয়সা কেড়ে নিয়ে নানাভাবে হয়রানী করে আসছিল। সম্প্রতি ৮ মে এসএসসি পরীক্ষা দিতে আসা দুই পরীক্ষার্থীর টাকা-পয়সা, মোবাইল কেড়ে নেয়া ও মোটরসাইকেলের চাবি নিয়ে চাঁদা দাবি করার জের ধরে এলাকায় উত্তেজনা তৈরি হয়। 

পরবর্তীতে ১০ মে আবারও তাদের আটকিয়ে টাকা ও মোবাইল কেড়ে নিলে পরীক্ষার্থীদের অভিভাবকরা থানায় মামলা রুজু করেন। পরে গোপন তথ্যের ভিত্তিতে গোপরচাপা এলাকায় অভিযান চালিয়ে এজাহারভুক্ত আসামী কিশোর গ্যাংলিডার নাঈমকে গ্রেফতার করা হয়।

তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার জন্য বদলগাছী থানায় জিডি মূলে হস্তান্তর করা হয়েছে বলেও সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়।

বদলগাছী থানার অফিসার ইনচার্য মোঃ আতিয়ার রহমান জানান, গ্রেপ্তার নাইমে জেলহাজতে পাঠানো হয়েছে।

এএইচ


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি