ঢাকা, শুক্রবার   ০৭ মার্চ ২০২৫

Ekushey Television Ltd.

সিরাজগঞ্জে স্বামী-স্ত্রীর লাশ উদ্ধার, মৃত্যু নিয়ে রহস্য

সিরাজগঞ্জ প্রতিনিধি 

প্রকাশিত : ১৪:৪৯, ১৪ মে ২০২৩

Ekushey Television Ltd.

সিরাজগঞ্জের কামারখন্দ থেকে স্বামী-স্ত্রীর লাশ উদ্ধার করেছে পুলিশ। স্ত্রীকে শ্বাসরোধে হত্যার পর ঘাতক স্বামী আত্মহত্যা করেছে বলে প্রাথমিকভাবে ধারণা করছে পুলিশ।

রোববার সকালে থানার চৌ বাড়ি থেকে তাদের মরদেহ উদ্ধার করা হয়।

কামারখন্দ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি নুরনবী প্রধান ও পারিবারিক সূত্রে জানা যায়, গত ১৩ মাস আগে রাজমিস্ত্রী শফিকুল মোল্লা তৃতীয় স্ত্রী হিসেবে নুরি খাতুনকে বিয়ে করেন। বিয়ের পর থেকে তাদের মধ্যে দাম্পত্য কলহ চলে আসছিল। শনিবার রাতে পারিবারিক জটিলতার কারণে উভয়ের মধ্যে ঝগড়া হয়। রোববার সকালে ঘর থেকে স্বামী-স্ত্রী কেউ বের না না হওয়ায় শফিকুলের বাবা ঘবের দরজা ভেঙে তাদের লাশ দেখতে পায়।

পরে থানায় খবর দেয়া হলে পুলিশ এসে দুপুরে লাশ উদ্ধার করে। মরদেহ দুটি সিরাজগঞ্জ শেখ ফজিলাতুন্নেছা মুজিব জেনারেল হাসপাতাল মর্গে প্রেরণ করা হয়েছে।

ওসি নুরনবী প্রধান ধারণা করে জানান, পারিবারিক কলহের জের ধরে স্ত্রীকে হত্যার পর স্বামী আত্মহত্যা করেছে। বিষয়টি গুরুত্বের সঙ্গে খতিয়ে দেখা হচ্ছে।

এএইচ


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি