ঢাকা, শনিবার   ০৫ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

কীর্তনখোলায় ভাসমান মরদেহ উদ্ধার

বরিশাল প্রতিনিধি

প্রকাশিত : ১৫:৪৩, ১৪ মে ২০২৩

Ekushey Television Ltd.

বরিশালের কীর্তনখোলা নদী থেকে কালাচাঁদ কুমার নামের একজনের মরদেহ উদ্ধার করেছে নৌ পুলিশ।

রোববার সকালে নগরীর কীর্তনখোলা নদীর চানমারি খেয়াঘাট থেকে স্থানীয়দের সহযোগিতায় লাশ উদ্ধার করা হয়।

নিহত কালাচাঁদ কুমার নগরীর বাজার রোড এলাকার বাসিন্দা। তার স্ত্রী রিপা রানী বলেন, শনিবার সকালে তার স্বামী নিখোঁজ হবার পরে আজ সকালে নৌ পুলিশের ফোন পেয়ে তার স্বামীর লাশ শনাক্ত করে পরিবার।

নৌ থানার ওসি আ. জলিল বলেন, সকালে একটি হামছা পড়া অবস্থায় স্থানীরা নদীতে লাশ ভাসতে দেখে পুলিশে সংবাদ দিলে মরদেহটি উদ্ধার করা হয়। ময়নাতদন্ত শেষে মরদেহ শের ই বায়লা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে প্রেরণ করা হয়েছে।

এএইচ


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি