ঢাকা, বুধবার   ১২ মার্চ ২০২৫

Ekushey Television Ltd.

অবশেষে গ্যাস নিয়ে মোংলা বন্দরে ২ বিদেশি জাহাজ 

মোংলা প্রতিনিধি

প্রকাশিত : ১৪:৩০, ১৫ মে ২০২৩

Ekushey Television Ltd.

দুর্যোগ কেটে যাওয়ায় অবশেষে গ্যাস নিয়ে মোংলা বন্দরে প্রবেশ করেছে গ্যাসবাহী বিদেশি সেই দুই জাহাজ।

সোমবার (১৫ মে) সকাল ৯টায় জাহাজ দুটি বন্দরে প্রবেশ করে। মোংলা বন্দর কর্তৃপক্ষের হারবার মাষ্টার ক্যাপ্টেন শাহীন মজিদ এই তথ্য নিশ্চিত করেছেন।

তিনি বলেন, এর আগে ঘূর্ণিঝড় ‘মোখা’র প্রভাবে এই বন্দরে চার নম্বর হুশিয়ারি সতর্ক সংকেত জারি হওয়ায় জাহাজ দুটি ঢুকতে পারেনি। ঝুঁকি এড়াতে বন্দর এলাকার বাইরে হিরণ পয়েন্টে অবস্থান করছিল। কিন্তু এখন দুর্যোগ কেটে যাওয়ায় আবহাওয়া অফিস থেকে সব সংকেত তুলে নিয়েছে। ফলে ভিয়েতনাম পতাকাবাহী ওশানস -৯ ও মার্শাল আইল্যান্ড পতাকাবাহী ইকো গ্যালাক্সী বন্দরে প্রবেশ করে।

ওশানস-৯ জাহাজটি বন্দর এলাকায় যমুনা এলপিজিতে এবং ইকো গ্যালাক্সী জাহাজের গ্যাস পেট্রোম্যাক্স এলপিজিতে গ্যাস খালাস করছে। জাহাজ দুটি মঙ্গলবার (১৬ মে) সকালে মোংলা বন্দর ত্যাগ করবে বলেও জানান তিনি। 

এছাড়া বন্দরে অবস্থানরত অন্য জাহাজের পণ্য ওঠা-নামার কাজও স্বাভাবিকভাবে চলছে। নিরাপদ আশ্রয়ে থাকা নৌ বাহিনী ও কোস্টগার্ডের চারটি যুদ্ধ জাহাজও জেটি ত্যাগ করে তাদের গন্তব্যে ফিরে গেছে বলেও জানান এই কর্মকর্তা।

এএইচ


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি