ঢাকা, বুধবার   ১৫ জানুয়ারি ২০২৫

নাটোরে সড়ক দুর্ঘটনায় সাবেক সেনা সদস্য নিহত

নাটোর প্রতিনিধি

প্রকাশিত : ১৫:৪৬, ১৫ মে ২০২৩

নাটোরের নলডাঙ্গায় শ্যালো ইঞ্জিন চালিত গরুবাহি ভটভটির ধাক্কায় অটো চার্জার ভ্যান উল্টে এক সাবেক সেনা সদস্য নিহত হয়েছে। নিহতের নাম শেখ শাহিন আলমঙ্গীর (৭০)।   

নিহত আশরাফুল আলম (শাহীন) সিংড়া উপজেলার উত্তর ঢাকঢোল গ্রামের আকবর আলীর ছেলে। আজ দুপুর ১টার দিকে সিংড়া-নলডাঙ্গা আঞ্চলিক সড়কে এই দুর্ঘটনা ঘটে।

নলডাঙ্গা থানার ওসি আবুল কালাম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, সোমবার দুপুরের দিকে শেখ শাহিন আলমঙ্গীর একটি অটোচার্জার ভ্যানে করে নলডাঙ্গার দিকে আসছিলেন। পথে নলডাঙ্গা-শেরকোল সড়কের রায়সিংহপুর এলাকায় পৌছালে বিপরীত দিকে থেকে শ্যালো ইঞ্জিন চালিত গরুবাহি ভটভটি আসছিল। একই সময়ে অপর একটি ভ্যান গাড়িও ঘটনাস্থলে এসে পড়ে। 

এসময় ওই ভ্যানগাড়িকে সাইড দিতে গিয়ে ভুটভুটির সাথে ধাক্কা লেখে অটো চার্জার ভ্যানটি উল্টে যায়। এতে অটো চার্জার ভ্যানের যাত্রি সাবেক সেনা সদস্য শেখ শাহিন আলমঙ্গীর সড়কের ওপর ছিটকে পড়ে গুরুতর জখম হন। স্থানীয়রা তাকে উদ্ধার করে পার্শ্ববর্তী সিংড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়ার পথে তার মৃত্যু হয়। 
কেআই//


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি