ঢাকা, বুধবার   ১৫ জানুয়ারি ২০২৫

নোয়াখালীতে ট্রাক চাপায় এনজিও কর্মী নিহত

 নোয়াখালী প্রতিনিধি 

প্রকাশিত : ১৩:১৮, ১৭ মে ২০২৩

নোয়াখালী জেলা শহরের দত্তবাড়ির মোড় এলাকায় ট্রাক চাপায় জিন্নাত সুলতানা জিতু (২৭) নামে এক এনজিও কর্মী নিহত হয়েছেন।

বুধবার সকালে সোনাপুর-মাইজদী সড়কের দত্তবাড়ির মোড়ে পায়রা ফিলিং স্টেশনের সামনে এ দুর্ঘটনা ঘটে।

জিন্নাত আরা জিতু চট্টগ্রাম সিটি কর্পোরেশনের দক্ষিণ পাহাড়তলির লোকো কলোনির মোহাম্মদ জাহাঙ্গীর হোসেনের মেয়ে। তিনি টায় সোসাল ফাউন্ডেশন নামে একটি এনজিওতে পরিসংখ্যানবিদ হিসেবে কর্মরত ছিলেন।

পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, সকাল সাড়ে ৮টার দিকে অটোরিকশাযোগে মাইজদী থেকে দত্তেরহাট যাচ্ছিল জিতু। এ সময় পিছন থেকে ইটবাহী ট্রাক অটোরিকশাটিকে ধাক্কা দেয়। এতে জিতু অটোরিকশা থেকে পড়ে গেলে একই পিকআপের চাপায় পিষ্ট হয়ে ঘটনাস্থলে মারা যান তিনি।

সুধারাম মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনোয়ারুল ইসলাম বলেন, মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সদর হাসপাতালে প্রেরণ করা হয়েছে। দুর্ঘটনাকবলিত ট্রাকটি জব্দ করা হয়েছে। এ ঘটনায় নিহতের পক্ষ থেকে অভিযোগ দিলে ব্যবস্থা নেয়া হবে বলেও জানান তিনি।

এএইচ


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি