শেখ হাসিনার স্বদেশ প্রত্যাবর্তন
যশোরে ভোটারদের কাছে পিতা-পুত্রের চার লাখ ভয়েস কল প্রেরণ
প্রকাশিত : ১৮:৪৬, ১৭ মে ২০২৩ | আপডেট: ১৯:৫৮, ১৭ মে ২০২৩
জননেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনা স্বদেশ প্রত্যাবর্তন উপলক্ষে আজ সকাল নয়টা হতে দুপুর বারোটা পর্যন্ত সাবেক প্রতিমন্ত্রী অধ্যাপক রফিকুল ইসলামের ২ লাখ ৩ হাজার ৪২৮টি এবং তাঁর ছেলে মোস্তফা আশীষ ইসলামের ২ লাখ ৩ হাজার ২৮টি ভয়েস কল চৌগাচা ও ঝিকরগাছা উপজেলার ভোটার, সাংবাদিক ও শুভাকাঙ্ক্ষীদেরদের কাছে প্রেরণ করা হয়েছে।
সাবেক প্রতিমন্ত্রী অধ্যাপক রফিকুল ইসলামের ভয়েস কলে বলা হয়, '২০৪১ সালের মধ্যে উন্নত ও সমৃদ্ধ দেশ গড়তে নেতৃত্ব দিচ্ছেন মানবতার জননী ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আজ ১৭ই মে আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রীর স্বদেশ প্রত্যাবর্তন দিবসে সবাইকে শুভেচ্ছা। দেখা হবে চূড়ান্ত বিজয়ের সন্ধিক্ষণে। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, বাংলাদেশ চিরজীবী হোক।'
মোস্তফা আশীষ ইসলামের ভয়েস কলে বলা হয়, মাননীয় প্রধানমন্ত্রীর দেশে ফেরার সিদ্ধান্ত দল হিসেবে বাংলাদেশ আওয়ামী লীগকে, জাতি হিসেবে বাঙালিকে এবং দেশ হিসেবে বাংলাদেশকে নিয়ে গেছে এক ভিন্ন উচ্চতায়। আজ ১৭ই মে প্রধানমন্ত্রীর স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষে তাঁর নেতৃত্বে স্মার্ট বাংলাদেশ গড়ার শপথ নিই।
উল্লেখ্য, একই দিনে মোস্তফা আশীষ ইসলামের পক্ষ থেকে চৌগাছা ও ঝিকরগাছার ১০২টি মসজিদে বঙ্গবন্ধু সহ সকল শহীদগণের আত্নার মাগফেরাত কামনা করে দোয়া করা হয়।
কেআই//
আরও পড়ুন