ঢাকা, বৃহস্পতিবার   ২১ নভেম্বর ২০২৪

হেরোইন বহনের দায়ে যুবকের যাবজ্জীবন কারাদণ্ড

নাটোর প্রতিনিধি

প্রকাশিত : ১৪:৫০, ১৮ মে ২০২৩

নাটোরে হেরোইন সংরক্ষণ ও বহনের দায়ে রাকিবুল ইসলাম নামে এক যুবককে যাবজ্জীবন কারাদণ্ডের আদেশ দিয়েছেন আদালত। 

আজ বৃহস্পতিবার দুপুরে নাটোরের অতিরিক্ত দায়রা জজ আদালত-২ এর বিচারক মোস্তাফিজুর রহমান এই আদেশ দেন। 
দণ্ডপ্রাপ্ত রাকিবুল ইসলাম চাঁপাইনবাবগঞ্জের শুকনাপাড়া গ্রামের নুর মহম্মদের ছেলে।

মামলা সূত্রে জানা যায়, ২০২১ সালের ১১ জুন সকালে গুরুদাসপুরের নাটোর-ঢাকা মহাসড়কের কাছিকাটা টোল প্লাজা এলাকায় নিয়মিত অভিযানের অংশ হিসেবে চেকপোস্ট বসায় পুলিশের একটি দল। এ সময় রাজশাহী থেকে ঢাকাগামী হানিফ এন্টারপ্রাইজের যাত্রীবাহী একটি বাসে তল্লাশী চালানো হয়। 

তল্লাশীকালে বাসের যাত্রী রাকিবুল ইসলামের গতিবিধি সন্দেহজনক হলে তার দেহ তল্লাশী করা হয়। 

এ সময় তার কাছ থেকে ৭৪ গ্রাম হেরোইন উদ্ধারসহ তাকে আটক করা হয়। পরে তার বিরুদ্ধে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে আদালতে সোপর্দ করা হয়। 

মামলার সাক্ষ্য প্রমাণে রাকিবুলের বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত হওয়ায় আজ তাকে যাবজ্জীবন কারাদণ্ডের আদেশ দেন বিচারক।

এএইচ


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি