ঢাকা, শনিবার   ০৪ জানুয়ারি ২০২৫

টেকনাফের কুখ্যাত মাদক কারবারি জামাল দোহারে গ্রেপ্তার  

দোহার-নবাবগঞ্জ (ঢাকা) প্রতিনিধি

প্রকাশিত : ১৭:০২, ১৮ মে ২০২৩

টেকনাফের কুখ্যাত মাদক কারবারি জামাল উদ্দিনকে (৩৫) ১৫শ পিস ইয়াবাসহ গ্রেপ্তার করেছে দোহার থানা পুলিশ। 

বুধবার বিকেলে দোহার উপজেলার বড় ইকরাশি এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃত জামালউদ্দিন চট্টগ্রাম জেলার আনোয়ারা উপজেলার বটতলী গ্রামের জসিমউদ্দিনের ছেলে। সে বর্তমানে কক্সবাজারের টেকনাফ উপজেলার নয়াপাড়া থাকেন।

পুলিশ সূত্রে জানা যায়, টেকনাফের চিহ্নিত মাদক কারবারি জামাল টেকনাফ থেকে ইয়াবা নিয়ে দোহারে আসেন বিক্রি করা জন্য। বুধবার বিকালে উপজেলার বড় ইকরাশি এলাকায় অভিযান চালিয়ে ১৫শ পিস ইয়াবাসহ তাকে গ্রেপ্তার করে পুলিশ। পরে দোহার থানায় নিয়মিত মাদক মামলায় বৃহস্পতিবার তাকে আদালতে পাঠানো হয়েছে। জামালের বিরুদ্ধে একাধিক মাদক মামলা রয়েছে বলে জানায় পুলিশ।   

দোহার সার্কেল এএসপি মো. আশরাফুল আলম জানান, মাদকের বিরুদ্ধে পুলিশের এই অভিযান চলমান থাকবে।

এমএম/


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি