ঢাকা, শনিবার   ২৮ ডিসেম্বর ২০২৪

কুষ্টিয়ায় অনলাইনে জুয়া খেলা নিয়ে সংঘর্ষ, নিহত ২

কুষ্টিয়া প্রতিনিধি

প্রকাশিত : ১১:১৫, ২০ মে ২০২৩

কুষ্টিয়া সদরে অনলাইনে জুয়া খেলা নিয়ে বিরোধে দু’গ্রুপের সংঘর্ষে দুজন নিহত হয়েছেন। আহত আটজন হাসপাতালে চিকিৎসাধীন।

শুক্রবার রাত সাড়ে ৯টায় উপজেলার হরিপুর ইউনিয়নের বোয়ালদহ গ্রামের কান্তিনগর মোড়ে এ ঘটনা ঘটে।

কান্তিনগর মোড়ে জুয়া খেলার সময় ওমর আলী ও মিরাজ আলীর মধ্যে কথাকাটাকাটি, ধাক্কাধাক্কি শুরু হয়। খবর পেয়ে পুলিশ গিয়ে জুয়াড়িদের ছত্রভঙ্গ করে দেয়। 

পুলিশ চলে যাবার পর রাতে দুই পক্ষের সংর্ঘষ হয়। এতে উভয়পক্ষের ১০ জন জখম হয়। হাসপাতালে নেয়া হলে প্রথমে ওমর আলী ও পরে মিরাজ আলীকে মৃত ঘোষণা করেন চিকিৎসক। 

কুষ্টিয়া মডেল থানার ওসি শাহাদাৎ হোসেন বলেন, জুয়া খেলাকে কেন্দ্র করে সংঘর্ষে  নিহত দুজনের মরদেহ কুষ্টিয়া জেনারেল হাসপাতাল থেকে উদ্ধার করে মর্গে প্রেরণ করা হয়েছে। এ ঘটনায় জড়িত সন্দেহে ঘটনাস্থল থেকে সাতজনকে আটক করে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে বলে জানান তিনি।

এএইচ


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি