ঢাকা, বৃহস্পতিবার   ২৬ ডিসেম্বর ২০২৪

নিষেধাজ্ঞার প্রথম দিনেই দেড় লাখ মিটার বেহুন্দী জাল জব্দ

কুয়াকাটা-কলাপাড়া প্রতিনিধি

প্রকাশিত : ১৫:৪৪, ২০ মে ২০২৩

শুক্রবার মধ্যরাত থেকে শুরু হয়েছে সাগরে ইলিশসহ সব ধরনের মাছ ধরার উপর ৬৫ দিনের নিষেধাজ্ঞা। সামুদ্রিক মাছের বাঁধাহীন প্রজনন ও সংরক্ষণে ২০ মে থেকে ২৩ জুলাই পর্যন্ত এ নিষেধাজ্ঞা আরোপ করে মৎস্য বিভাগ। 

নিষেধাজ্ঞার প্রথম দিনে আজ শনিবার সকালে কুয়াকাটার গোড়াখালে নৌ পুলিশের অভিযানে দেড় লাখ মিটার অবৈধ বেহুন্দী জাল জব্দ করা হয়েছে। এসব জালের অবৈধ বাজারমূল্য প্রায় ৫ লাখ টাকা বলে জানিয়েছেন কুয়াকাটা নৌ পুলিশের ইনচার্জ আখতার মোর্শেদ। 

পরে জব্দকৃত জাল পুড়িয়ে দেওয়া হয়েছে।

এদিকে মৎস্যবন্দর খ্যাত আলীপুর-মহিপুরের খাপড়াভাঙ্গা নদীতে অবস্থান নিয়েছে সহস্রাধিক মাছধরা ট্রলার। বছর জুরে ইলিশের আকাল, ঘূর্ণিঝড় মোখায় এক সপ্তাহ অলস সময় পার এবং তার উপর মৎস্য বিভাগের এমন আগে থেকে নেওয়া সিদ্ধান্তে ক্ষোভ প্রকাশ করেছেন জেলেসহ স্থানীয় মৎস্য ব্যবসায়ীরা। 

নিষিদ্ধকালীন সময়ে ভারতীয় জেলেদের বাঁধাহীন সমুদ্রে মাছধরা বন্ধ এবং নিষেধাজ্ঞাকালে জেলেদের মাঝে খাদ্য সহায়তা বৃদ্ধির দাবি জানিয়েছেন তারা। 

কলাপাড়া উপজেলায় নিষেধাজ্ঞাকালীন ১৮ হাজার ৩শ’ নিবন্ধিত জেলেকে ৮৬ কেজি করে চাল প্রদান করা হবে বলে জানিয়েছে মৎস্য বিভাগ।

এএইচ


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি