ঢাকা, সোমবার   ১৩ জানুয়ারি ২০২৫

নবাবগঞ্জে কৃষি জমির মাটি কাটায় দুইজনের কারাদণ্ড

দোহার-নবাবগঞ্জ (ঢাকা) প্রতিনিধি

প্রকাশিত : ১৭:১৪, ২০ মে ২০২৩

ঢাকার নবাবগঞ্জে সরকারি রাস্তা নস্ট করে কৃষি জমি থেকে মাটি কাটার দায়ে মো. বেলাল হোসেন ও মো. রবিউল নামে দুইজনকে ৭ দিন করে বিনাশ্রম কারাদণ্ড দিয়েছে ভ্রাম্যমান আদালত। 

শনিবার উপজেলার বাহ্রা ইউনিয়নের মালিয়াইল গ্রামে এ অভিযান পরিচালনা করেন ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. আ. হালিম।

ভ্রাম্যমান আদালত সূত্রে জানা যায়, মালিয়াইল গ্রামে সরকারি রাস্তা নষ্ট করে অবৈধভাবে ফসলি জমি থেকে মাটি কাটার সংবাদ পেয়ে অভিযান পরিচালনা করে বেলাল হোসেন এবং রবিউল কে আটক করা হয়। পরে ভ্রাম্যমান আদালতে অভিযুক্ত দুইজনকে ৭ দিনের বিনাশ্রম  সাজা প্রদান করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট।

নবাবগঞ্জ উপজেলা সহকারি কমিশনার (ভূমি) ও নির্বাহি ম্যাজিস্ট্রেট মো. আ. হালিম বলেন, অবৈধভাবে ফসলি জমির মাটি কাটার বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে।

এমএম/


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি