ঢাকা, মঙ্গলবার   ০৩ ডিসেম্বর ২০২৪

ট্রাকের চাপায় ২ মোটরসাইকেল আরোহীর মৃত্যু

কলারোয়া (সাতক্ষীরা) প্রতিনিধি

প্রকাশিত : ০৮:৪৮, ২২ মে ২০২৩

সাতক্ষীরার বিনেরপোতায় তেলবাহী ট্রাকের চাকায় পিষ্ট হয়ে দুই মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন।

রোববার (২১ মে) রাত ৮টার দিকে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন সাতক্ষীরার পাটকেলঘাটা থানার সরুলিয়া গ্রামের নজরুল ইসলামের ছেলে আকাশ (১৬) ও একই গ্রামের নিমাই মন্ডলের ছেলে অঙ্কুশ মণ্ডল (১৭)। তারা দুজনই পাটকেলঘাটা বহুমুখী উচ্চ বিদ্যালয়ের মানবিক বিভাগের ছাত্র। তারা রোববারের এসএসসি পরীক্ষায় অংশ নিয়েছিল।

স্থানীয়রা জানান, সাতক্ষীরার দিক থেকে মোটরসাইকেলযোগে পাটকেলঘাটার দিকে ফিরছিলেন দুই আরোহী। এ সময় বিনেরপোতা ব্রিজের পাশে প্রধান সড়কে পৌঁছালে সাতক্ষীরা অভিমুখী একটি তেলবাহী ট্রাক মোটরসাইকেলটিকে চাপা দেয়। 

এতে ঘটনাস্থলেই মৃত্যু হয় ওই দুই আরোহীর। পরে ফায়ার সার্ভিস ও পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ দুটি উদ্ধার করে।  

সাতক্ষীরা সদর থানার ওসি (তদন্ত) নজরুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

এএইচ


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি