ঢাকা, শুক্রবার   ০৭ মার্চ ২০২৫

Ekushey Television Ltd.

হবিগঞ্জে বজ্রপাতে স্কুলছাত্রীর মৃত্যু, ঝড়ে ব্যাপক ক্ষতি

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১১:০১, ২২ মে ২০২৩

Ekushey Television Ltd.

হবিগঞ্জ জেলার চুনারুঘাট উপজেলার মিরাশী ইউনিয়নের আইতন গ্রামে ঝড়ের মধ্যে আম কুড়াতে গিয়ে সানিয়া জান্নাত লিমা (১৫) নামে এক ৯ম শ্রেণীর ছাত্রীর মৃত্যু হয়েছে।

রোববার সন্ধ্যায় আকস্মিক ঝড়ের সময়ে এই ঘটনা ঘটে।

মৃত সানিয়া জান্নাত ওই গ্রামের আব্দুল জলিলের কন্যা ও চুনারুডিসিপি স্কুলের নবম শ্রেণীর ছাত্রী।

স্থানীয় সূত্রে জানা যায়, রোববার সন্ধ্যা ৭টার পর আকস্মিক ঝড় বৃষ্টি শুরু হয়। ওইসময় ঝড়ে পড়া আম কুড়াতে গেলে বজ্রপাতে সানিয়ার মৃত্যু হয়। 

খবর পেয়ে রাত সাড়ে ৮টায়  চুনারুঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি)  রাশেদুল হক ঘটনার স্থল পরিদর্শন করেন।

তিনি  বলেন, সন্ধ্যার পর ঝড় শুরু হলে সানিয়া জান্নাত বাড়ির পাশে আম কুড়াতে যান। ওই সময় ঝড় ও বিদ্যুৎ চমকানো শুরু হলে একটি গাছের নিচে দাঁড়ালে বজ্রপাতে মারা যায় ওই ছাত্রী। তবে তার শরীরে কোন আঘাতের চিহ্ন নেই। ধারণা করা হচ্ছে বজ্রপাতের ভয়ে স্ট্রোক করে সে মারা গেছে।

এদিকে, ঝড়ে  লাখাই উপজেলার বুল্লা গ্রামে শতাধিক ঘরবাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে। ভেঙ্গে পড়েছে অনেক গাছপালা। ক্ষয়ক্ষতির বিষয়টি নিশ্চিত করেছেন স্থানীয় ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান এডভোকেট খোকন গোপ।

এএইচ


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি