ঢাকা, বৃহস্পতিবার   ০৩ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

বরগুনায় ভূমিসেবা সপ্তাহ উদ্বোধন

বরগুনা প্রতিনিধি

প্রকাশিত : ১৪:৪৯, ২২ মে ২০২৩

Ekushey Television Ltd.

‘স্মার্ট ভূমি সেবায় ভূমি মন্ত্রণালয়’ এই প্রতিপাদ্যে বর্ণাঢ্য র‌্যালি, আলোচনা সভা ও গণশুনানির মধ্যে দিয়ে বরগুনায় ভূমিসেবা উদ্বোধন করা হয়েছে।

সোমবার (২২মে) সকাল ১০টায় ভূমিসেবা সপ্তাহ উদ্বোধন করেন বরগুনা জেলা প্রশাসক হাবিবুর রহমান। 

পরে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে থেকে একটি বর্ণাঢ্য র‌্যালি শুরু হয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে সদর এসিল্যান্ড অফিসে গিয়ে শেষ হয়। 

এরপর আলোচনা সভায় বরগুনা জেলা প্রশাসক হাবিবুর রহমান প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন এবং গণশুনানিতে অংশগ্রহণ করেন। এসময়ে ভূমিসেবা গ্রহণকারী ব্যক্তিবর্গদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন তিনি।

অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) পিজুস চন্দ্র দে’র সভাপতিত্বে আলোচনা সভায় আরও বক্তব্য রাখেন অতিরিক্ত পুলিশ সুপার এসএম তারেক রহমান, বীর মুক্তিযোদ্ধা আব্দুল মোতালেব মিয়া, বরগুনা সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা কাওসার হোসেন এবং সভা সঞ্চালনা করেন আরডিসি রেহেনা আক্তার। 

আলোচনা সভা ও গণশুনানিতে প্রান্তিক পর্যায়ের বিভিন্ন মানুষ অংশগ্রহণ করেন।

এএইচ


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি