ঢাকা, বুধবার   ১২ মার্চ ২০২৫

Ekushey Television Ltd.

দেশের অগ্রগতি চলমান রাখতে নৌকায় ভোট চাইলেন প্রতিমন্ত্রী

মেহেরপুর প্রতিনিধি

প্রকাশিত : ১৫:১৬, ২২ মে ২০২৩ | আপডেট: ১৫:১৭, ২২ মে ২০২৩

Ekushey Television Ltd.

জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন বলেছেন, দেশের মানুষ আজ ভালো আছে, আইনশৃঙ্খলা পরিস্থিতিও বিগত দিনের চেয়ে অনেক উন্নত। কোথাও চুরি-ডাকাতি নেয়। মানুষ বাড়িতে শান্তিতে ঘুমাতে পারছেন। গ্রামের অলি-গলির সড়ক পাকাকরণ করা হয়েছে। এ অগ্রগতির মূল ভূমিকায় রয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

সোমবার সকালে মেহেরপুর মুজিবনগর উপজেলার গোপীনাথপুর-ছোটনাগ বিল সড়ক উদ্বোধনের সময় প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন তিনি।

প্রতিমন্ত্রী বলেন, প্রধানমমন্ত্রীর নির্দেশে দেশের নদী-খাল-বিল খনন করা হচ্ছে। সেখানে সারাবছর পানি পাওয়া যাচ্ছে। কৃষকরা সেচ সুবিধা পাচ্ছেন। মাছ ধরে অনেকেই জীবিকা নির্বাহ করছেন। তাই দেশের এ অগ্রগতি চলমান রাখতে হলে আবারও নৌকায় ভোট চাইলেন তিনি।

এ সময় এক কোটি ৪৬ লাখ ৯৬ হাজার টাকা ব্যয়ে দুই কিলোমিটার সড়কের কাজের ফলক উম্মোচন করেন। পরে পথ সভায় প্রধান অতিথির বক্তব্য দেন প্রতিমন্ত্রী।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জেলা প্রশাসক আজিজুল ইসলাম। উপস্থিত ছিলেন এলজিইডি মেহেরপুরের নির্বাহী প্রকৌশলী মোঃ শাখাওয়াত হোসেন, জেলা পরিষদ চেয়ারম্যান অ্যাড. আব্দুস সালাম. জেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক এ্যাড, ইবরাহীম শাহীন, জেলা ও মুজিবনগর উপজেলা আওয়ামী লীগের নেতা কর্মীসহ স্থানীয়রা। 

এএইচ


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি