ঢাকা, বৃহস্পতিবার   ০৯ জানুয়ারি ২০২৫

মধ্যরাতে শেষ হচ্ছে গাজীপুর সিটি নির্বাচনের প্রচার

একুশে টেলিভিশন

প্রকাশিত : ০৮:৫৫, ২৩ মে ২০২৩ | আপডেট: ০৯:১০, ২৩ মে ২০২৩

আজ মধ্যরাতে শেষ হচ্ছে গাজীপুর সিটি করপোরেশন নির্বাচনের প্রচার-প্রচারণা। সুষ্ঠু নির্বাচনের লক্ষ্যে সব প্রস্তুতি সম্পন্ন হয়েছে বলে জানিয়েছেন রিটার্নিং কর্মকর্তা।

আগামী বৃহস্পতিবার ইভিএমে হবে ভোটগ্রহণ। শেষ মুহূর্তে দিন-রাত ক্লান্তিহীন প্রচারে ব্যস্ত  প্রার্থীরা। ভোটারদের মন জয়ে দিচ্ছেন নানা প্রতিশ্র“তি।

ভোট সুষ্ঠু করতে নির্বাচন কমিশনের সব সিদ্ধান্তই মেনে নেবেন বলে জানিয়েছেন আওয়ামী লীগের মেয়র প্রার্থী।

আর এক্ষেত্রে সরকারের সদিচ্ছাই যথেষ্ট মনে করছেন জাতীয় পার্টির প্রার্থী। এদিকে, নির্বাচন সুষ্ঠু করার লক্ষ্যে সব প্রস্তুতি শেষ হয়েছে, জানিয়েছে নির্বাচন কমিশন। 

গাজীপুর সিটিতে এর আগে দুটি নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। একটি ২০১৩ সালের ৬ জুলাই, দ্বিতীয়টি ২০১৮ সালের ২৭ জুন।

এসবি/ 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি