ঢাকা, শনিবার   ২৩ নভেম্বর ২০২৪

কর্মসংস্থান সৃষ্টির ঘোষণা দিলেন খায়রুজ্জামান লিটন

রাজশাহী বিভাগীয় প্রতিনিধি

প্রকাশিত : ০৯:৪৫, ২৩ মে ২০২৩

রাজশাহী সিটি কর্পোরেশন নির্বাচনে মেয়র পদে মনোনয়নপত্র জমা দিয়েছেন আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ও দলীয় মনোনীত প্রার্থী এএইচএম খায়রুজ্জামান লিটন। সোমবার দুপুর ২টার দিকে রাজশাহী আঞ্চলিক নির্বাচন কার্যালয়ে নিজে উপস্থিত থেকে মনোনয়নপত্র জমা দেন লিটন।

মনোনয়নপত্র জমা শেষে সদ্য সাবেক মেয়র লিটন বলেন, আবারও মেয়র নির্বাচিত হলে রাজশাহীর মানুষের জন্য কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করার জন্য শিল্প-কারখানা স্থাপনে কাজ করবো। শুধু সিটির মানুষদের জন্য নয় পুরো রাজশাহীর মানুষের জন্য যা কিছু করা সম্ভব প্রধানমন্ত্রীর সহযোগিতা নিয়ে তা করবো ইনশাল্লাহ।

এসময় আওয়ামী লীগের উপদেষ্টামণ্ডলীর সদস্য রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সাবেক ভিসি প্রফেসর আব্দুল খালেক, কেন্দ্রীয় আওয়ামী লীগের কার্যনির্বাহী সদস্য বেগম আখতার জাহান, সাবেক প্রতিমন্ত্রী জিনাতুন নেসা তালুকদার, রাজশাহী মহানগর আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ আলী কামাল, রাজশাহী জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি অনিল কুমার সরকার, মহানগর আওয়ামী লীগের সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা নওশের আলী, সৈয়দ শাহাদত হোসেন, অধ্যক্ষ শফিকুর রহমান বাদশা, যুগ্ম সাধারণ সম্পাদক নাইমুল হুদা রানা, আহসানুল হক পিন্টু ও মোস্তাক হোসেন, প্রধান নির্বাচনী এজেন্ট ও মহানগর আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক অ্যাড. আসলাম সরকার, রাজশাহী এ্যাডভোকেট বার এসোসিয়েশনের সভাপতি ইব্রাহিম হোসেন প্রমুখ উপস্থিত ছিলেন।

বিএনপি নেতার প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হত্যার হুমকির বিষয়ে খায়রুজ্জামান লিটন বলেন, বিএনপির নেতা আবু সাঈদ চাঁদ প্রধানমন্ত্রীকে যে হত্যার হুমকি দিয়েছে সেটিকে বাংলাদেশ আওয়ামী লীগ খুব শক্তভাবে দেখছে। এর প্রতিবাদ সারাদেশে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ হচ্ছে।

তিনি আরও বলেন, এই হুমকি আবু সাঈদ চাঁদের ব্যক্তিগত বিষয় নয়। বিএনপির নেতারা যেটা ভাবে সেটা চাঁদের মুখ দিয়ে বের হয়ে এসেছে। তিনি অশিক্ষিত মানুষ, কোনটি প্রকাশ্যে বলতে হয় সেটা তিনি জানেন না, কিন্তু বলে ফেলেছেন। আমরা সেটি শক্তভাবে নিয়েছি। ইতোমধ্যে মামলা হয়েছে; আরও মামলা হবে এবং তাদের রাজপথেই মোকাবেলা করবো।

এর আগে, রোববার মেয়রের পদ থেকে পদত্যাগ করেন মেয়র এএইচএম খায়রুজ্জামান লিটন। আসন্ন ২১ জুন রাসিক নির্বাচনে মেয়র পদে প্রার্থী হিসেবে অংশগ্রহণ করার জন্য রোববার দুপুরে পদত্যাগ করেন। পদত্যাগপত্রটি গ্রহণ করে বিকালেই প্রজ্ঞাপন জারি করেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের স্থানীয় সরকার বিভাগ (সিটি কর্পোরেশন-২) এর উপ-সচিব মোহাম্মদ জহিরুল ইসলাম। 

এরপর শেষ কার্যদিবস সম্পন্ন করে রাত ৯টার দিকে তিনি নগর ভবন থেকে বের হয়ে যান।

এ আগে, সিটি করপোরেশনের সকল প্রশাসনিক ও আর্থিক ক্ষমতা প্রধান নির্বাহী কর্মকর্তা ড. এবিএম শরীফ উদ্দিনের কাছে অর্পণ করেন মেয়র খায়রুজ্জামান লিটন। স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের স্থানীয় সরকার বিভাগ (সিটি কর্পোরেশন-২) এর উপ-সচিব মোহাম্মদ জহিরুল ইসলাম স্বাক্ষরিত এক অফিস আদেশে ড. এবিএম শরীফ উদ্দিন ক্ষমতা গ্রহণ করেন। 

২০১৮ সালের ৩০ জুলাই রাজশাহী সিটি করপোরেশন নির্বাচনে দ্বিতীয়বারের মতো মেয়র নির্বাচিত হন এএইচএম খায়রুজ্জামান লিটন। রাসিকের রাজস্ব খাতে প্রায় শতকোটি টাকা ঋণের বোঝা মাথায় নিয়ে ২০১৮ সালের ৫ অক্টোবর আনুষ্ঠানিকভাবে দায়িত্ব গ্রহণ করেন লিটন। ক্ষমতা হস্তান্তরকালে রাসিকের রাজস্ব খাতের তহবিলে প্রায় ৪০ কোটি টাকা উদ্বৃত্ত রেখে পদত্যাগ করেন তিনি।

এএইচ


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি