ঢাকা, বুধবার   ১৫ জানুয়ারি ২০২৫

নকল খেজুরের মধ্যে ইয়াবা, যুবক গ্রেপ্তার

কালকিনি (মাদারীপুর) প্রতিনিধি

প্রকাশিত : ১০:২৪, ২৩ মে ২০২৩

মাদারীপুরে ২৩০ পিস ইয়াবাসহ এক মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)।

সোমবার রাতে সদর উপজেলার পূর্ব রাস্তি এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃত আসামি রনি হাওলাদার (৩১) একই এলাকার মৃত গোলাম হোসেন হাওলাদারের ছেলে।

জেলা গোয়েন্দা পুলিশের পরিদর্শক সালাউদ্দিন আহমেদ জানান, রনি বাড়িতে বসে মাদক কেনাবেচা করছে এমন সংবাদের ভিত্তিতে তার বাড়িতে গোয়েন্দা পুলিশের একটি দল অভিযান চালায়। এসময় তার কাছে ইয়াবা থাকার বিষয়টি প্রথম দিকে সে অস্বীকার করে। পরে তাকে তল্লাশি করে প্যান্টের ভেতরে লুকিয়ে রাখা ৪টি খেজুর সাদৃশ্য বস্তু পাওয়া যায়।

প্রকৃতপক্ষে সেগুলো প্লাস্টিক আর কাগজে বানানো নকল খেজুর। পরে সেই নকল খেজুরের মধ্য থেকে ৫০টি করে মোট ২০০ পিস ও আরেকটি প্যাকেট থেকে ৩০ পিসসহ মোট ২৩০ পিস ইয়াবা উদ্ধার করা হয়।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে দীর্ঘদিন ধরে মাদক ব্যবসার সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করেছে রনি। তার বিরুদ্ধে সদর থানায় মাদকদ্রব্য আইনে একটি মামলা করা হয়েছে।

এএইচ


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি