ঢাকা, বুধবার   ২৬ ফেব্রুয়ারি ২০২৫

Ekushey Television Ltd.

টেকনাফে বিজিবি-বিজিপি কমান্ডার পর্যায়ে বৈঠক

কক্সবাজার প্রতিনিধি

প্রকাশিত : ১৫:২৯, ২৪ মে ২০২৩ | আপডেট: ১৫:৩১, ২৪ মে ২০২৩

Ekushey Television Ltd.

কক্সবাজারের টেকনাফে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) ও মিয়ানমারের সীমান্তরক্ষী বর্ডার গার্ড পুলিশের (বিজিপি) রিজিয়ন কমান্ডার পর্যায়ের দুই দিনব্যাপী বৈঠক শুরু হয়েছে।

দুই দেশের সীমান্ত পরিস্থিতি নিয়ে বুধবার সকালে সমুদ্রসৈকত সংলগ্ন ‘সেন্ট্রাল রির্সোট’-এর সম্মেলনকক্ষে এ বৈঠক শুরু হয়।

বিজিবি জানায়, বৈঠকে অংশ নিতে মিয়ানমারের সীমান্তরক্ষী ১ নম্বর বর্ডার গার্ড পুলিশের (বিজিপি) ব্রিগেডিয়ার জেনারেল এইচটেট লুইনের নেতৃত্বে সে দেশের ১৬ সদস্যের প্রতিনিধি দল বুধবার সকাল ৯টার দিকে শাহপরীর দ্বীপ জেটি ঘাটে পৌঁছান। সেখান থেকে তারা সেন্ট্রাল রির্সোটে বৈঠকে যোগ দেন।

অপরদিকে বিজিবির কক্সবাজার রিজিয়ন কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল নাসম-উস সাকিবের নেতৃত্বে ১৫ সদস্যের প্রতিনিধি দল বৈঠকে অংশ নেন।

বৈঠকের আগে টেকনাফে বিজিবি-বিজিপির রিজিয়ন পর্যায়ে বৈঠক অনুষ্ঠিত হবে উল্লেখ করে বিজিবির টেকনাফ-২ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মহিউদ্দীন আহমেদ বলেন, ‘বৈঠকে দুই দেশের সম্পর্ক, মাদক, চোরাচালান এবং অবৈধ অনুপ্রবেশ রোধসহ সীমান্ত সংশ্লিষ্ট বিষয় নিয়ে আলোচনা হবে।’

গত বছরের জুনে মিয়ানমারের মংডুতে রিজিয়ন কমান্ডার পর্যায়ে বৈঠক হয়। এবার সেই বৈঠক টেকনাফে হচ্ছে।

এ ছাড়া গত বছরের ৩০ অক্টোবর টেকনাফে ব্যাটালিয়ন পর্যায়ে দুই বাহিনীর মধ্যে পতাকা বৈঠক হয়েছিল।

এএইচ


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি