ঢাকা, বুধবার   ১৫ জানুয়ারি ২০২৫

টেকনাফে বজ্রপাতে কৃষকের মৃত্যু

কক্সবাজার প্রতিনিধি

প্রকাশিত : ১৫:৫৩, ২৪ মে ২০২৩

কক্সবাজারের টেকনাফে বজ্রপাতে রহমত উল্লাহ (৪০) নামের এক কৃষকের মৃত্যু হয়েছে। বুধবার (২৪ মে) বেলা ১১টার দিকে টেকনাফ উপজেলার বাহারছড়া ইউনিয়নের হাজমপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।

বুধবার সকালে হঠাৎ কালবৈশাখী ঝড়-বৃষ্টি শুরু হলে বজ্রপাতে ঘটনাস্থলেই কৃষক রহমত উল্লাহ মারা যান। তিনি ওই এলাকার মৃত সোনা আলীর ছেলে। সে পেশায় কৃষক। 

বাহারছড়া পুলিশ ফাঁড়ির পরিদর্শক মো. মছিউর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।

স্থানীয়রা জানান, সকালে পানের বরজে কাজ করতে যান রহমত উল্লাহ। বৃষ্টি শুরু হলে পানের বরজ থেকে বাড়ির পথে রওনা দেন। এসময় বজ্রপাতের আঘাতে মারা যান তিনি। 

পরিদর্শক মছিউর জানান, খবর পেয়ে পুলিশের একটি টিম ঘটনাস্থলে পাঠানো হয়েছে। তারা ফিরলে বিস্তারিত জানানো হবে।
কেআই//


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি