ঢাকা, মঙ্গলবার   ২৫ ফেব্রুয়ারি ২০২৫

Ekushey Television Ltd.

সীমান্তে আড়াই কেজি স্বর্ণসহ নারী আটক

চুয়াডাঙ্গা প্রতিনিধি

প্রকাশিত : ১১:৩৯, ২৫ মে ২০২৩

Ekushey Television Ltd.

চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলার বারাদী সীমান্তে প্রায় আড়াই কেজি ওজনের ২০টি স্বর্ণের বারসহ এক নারী পাচারকারীকে আটক করেছে বিজিবি। 

বুধবার সন্ধ্যায় পাঠানো এক প্রেসবিজ্ঞপ্তি এ তথ্য জানিয়েছে বিজিবি।

আটককৃত চোরাকারবারী দামুড়হুদা উপজেলার নাস্তিপুর গ্রামের মৃত আবুল কাশেমের স্ত্রী মোছা: শাহানারা (৪৮) ।  

বিজিবি জানায়, চুয়াডাঙ্গা-৬ বিজিবির বারাদী সীমান্তের বিওপি কমান্ডার আহসান কবীরের নেতৃত্বে একদল ফোর্স  বুধবার দুপুরে সীমান্ত পিলার ৭৯/৬ হতে ১ কিলোমিটার অভ্যন্তরে নাস্তিপুর গ্রামে অ্যাম্বুশ করে। এসময় একটি অটোরিক্সা দর্শনা থেকে নাস্তিপুর যাবার পথে বিজিবি গতিরোধ করে। 

টহল দল অটোরিক্সায় অবস্থানকারী বোরকা পরিহিত এক নারীকে সন্দেহ করে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তার কাছে কোন চোরাচালানী পণ্য নেই মর্মে বিজিবি টহলকে অবহিত করেন ওই নারী।

পরবর্তীতে তার দেহ তল্লাশি করে বুকের ভেতর অভিনব কায়দায় লুকানো অবস্থায় কসটেপ দিয়ে মোড়ানো অবস্থায় ২টি প্যাকেট হতে ২০টি স্বর্ণের বার (২ কেজি ৩৪১ গ্রাম) এবং ১টি মোবাইল ফোন উদ্ধার করতে সক্ষম হয়। এ বিষয়ে হাবিলদার  ওবাইদুর রহমান দর্শনা থানায় মামলা দিয়ে আটককৃত আসামিকে দর্শনা থানায় হস্তান্তর করে।

আটককৃত স্বর্ণের বারগুলো চুয়াডাঙ্গা ট্রেজারী অফিসে জমাকরণের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

চুয়াডাঙ্গা ব্যাটালিয়ন (৬ বিজিবি) পরিচালক লেঃ কর্ণেল সাঈদ মোহাম্মদ জাহিদুর রহমান ২০টি স্বর্ণের বারসহ এক নারীকে আটকের ঘটনার সত্যতা স্বীকার করেছে। 

এএইচ


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি