ঢাকা, মঙ্গলবার   ১৪ জানুয়ারি ২০২৫

সীমান্ত সমস্যা নিরসনে ঐক্যমতে শেষ হল বিজিবি-বিজিপি সম্মেলন

কক্সবাজার প্রতিনিধি

প্রকাশিত : ১৪:৪৬, ২৫ মে ২০২৩

বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) এবং মায়ানমার সীমান্তরক্ষী বর্ডার গার্ড পুলিশ (বিজিপি)র মধ্যে রিজিয়ন কমান্ডার পর্যায়ের দুই দিনব্যাপী সীমান্ত সম্মেলন শেষ হয়েছে। 

বৃহস্পতিবার সকালে কক্সবাজারে টেকনাফ সেন্ট্রাল রিসোর্টে সীমান্ত সম্মেলন শেষে এক সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।

সংবাদ সম্মেলনে বিজিবির কক্সবাজার রিজিয়নের রিজিয়ন কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল নাজম-উস-সাকিব জানান, দুইদিনের সীমান্ত সম্মেলনে মাদক পাচার, অবৈধ অনুপ্রবেশ, আন্ত:রাষ্ট্রীয় সন্ত্রাসবাদ, সীমান্ত নিরাপত্তা, তথ্য বিনিময়, সমন্বিত টহল, পারস্পরিক আস্থা বৃদ্ধিতে দু’দেশ একমত হয়েছে। 

এসময় মায়ানমার বর্ডার গার্ড পুলিশের বিগ্রেডিয়ার জেনারেল হেটেট লুইন কমান্ডারসহ ১৬ সদস্যের মায়ানমার প্রতিনিধি দল, বিজিবির ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ ছাড়াও স্বরাষ্ট্র ও পররাষ্ট্র মন্ত্রণালয় এবং মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

এএইচ


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি