ঢাকা, বৃহস্পতিবার   ০৯ জানুয়ারি ২০২৫

ভোটের পরিবেশে খুশি প্রার্থীরা (ভিডিও)

অপূর্ব রায়, গাজীপুর থেকে

প্রকাশিত : ১৫:৫২, ২৫ মে ২০২৩ | আপডেট: ১৫:৫৮, ২৫ মে ২০২৩

উৎসব মুখর পরিবেশে চলছে গাজীপুর সিটি নির্বাচনের ভোট। সকাল থেকেই কেন্দ্রগুলোতে ভোটারদেন দীর্ঘ লাইন। এরইমধ্যে আওয়ামী লীগ, জাতীয় পার্টি ও সতন্ত্র মেয়র প্রার্থী ভোট দিয়েছেন। জয়ের ব্যাপারে আশাবাদী তারা। 

সকাল থেকে উৎসাহ উদ্দীপনা নিয়ে ভোট কেন্দ্রে আসতে শুরু করেন ভোটাররা। দীর্ঘ লাইনে দাঁড়িয়ে ভোট দিচ্ছেন তারা। 

নির্বিঘ্নে এবং স্বাচ্ছন্দে ইভিএমে ভোট দিতে পারছেন বলে জানালেন ভোটাররা।

ভোটাররা জানান, ইভিএমে প্রথমবার ভোট দিতে এসেছি। পরিবেশ অনেক সুন্দর, ভোট দিয়ে খুবই আনন্দ লেগেছে।

এদিকে, টঙ্গীর দারুস সালাম মাদ্রাসা কেন্দ্রে ভোট দিয়েছেন আওয়ামী লীগের মেয়র প্রার্থী আজমত উল্লা খান। জয়ের ব্যাপারে শতভাগ আশাবাদি তিনি। এছাড়া ফলাফল যাই হোক মেনে নেবেন বলেও জানান তিনি। 

আওয়ামী লীগের মেয়র প্রার্থী আজমত উল্লা খান বলেন, “অত্যন্ত আশাব্যঞ্জক সমর্থক পেয়েছি। আজকে গাজীপুরের ভোটাররা তাদের পছন্দের প্রার্থী হিসেবে নৌকা প্রতীকে তারা ভোট প্রদান করবেন।”

টঙ্গীর নিউ ব্লুমুন স্কুল অ্যান্ড কলেজের ভোট দিয়েছেন জাতীয় পার্টির মেয়র প্রার্থী এমএম নিয়াজ উদ্দিন। ভোট সুষ্ঠু হলে জয়ী হবেন বলে আশাবাদ জানান তিনিও। 

এমএম নিয়াজ উদ্দিন বলেন, “ভোটর সামগ্রিক পরিবেশ ভালো, আমার কাছে ভালো মনে হচ্ছে। জয়ের ব্যাপারে আশাবাদী “

ভোট দিয়েছেন সতন্ত্র প্রার্থী জায়েদা খাতুন। ভোটের পরিবেশ সুষ্ঠু বলছেন তিনি।

জায়েদা খাতুন বলেন, “পরিবেশ অনেক সুন্দর, নিয়ম-শৃঙ্খলা ভালো মনে হয়েছে।”

২০১৩ সালে সিটি করপোরেশন গঠিত হওয়ার পর এটি তৃতীয় নির্বাচন। এবারের নির্বাচনে তিনটি পদে মোট ৩২৪ প্রার্থী লড়ছেন। মেয়র পদে ৮ জন।

প্রতিটি কেন্দ্রেই পুলিশ ও আনসার সদস্য মোতায়েন করা হয়েছে। মাঠে টহল দিচ্ছে র‌্যাব ও বিজিবি। কেন্দ্রগুলোতে বসানো হয়েছে সিসি ক্যামেরা।

এএইচ


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি