ঢাকা, বুধবার   ১৫ জানুয়ারি ২০২৫

মধুমতি নদীতে নিখোঁজের দুইদিন পর মিললো স্কুলছাত্রের লাশ

নড়াইল প্রতিনিধি 

প্রকাশিত : ১৬:০১, ২৬ মে ২০২৩

নড়াইলের  লোহাগড়ায় মধুমতি নদীতে গোসল করতে গিয়ে নিখোঁজ হওয়ার দুইদিন পর স্কুলছাত্র রাজিব ভূঁইয়ার (১৪) লাশ পাওয়া গেছে। শুক্রবার (২৬ মে) সকালে ফরিদপুরের আলফাডাঙ্গা উপজেলার টগরবন্দ ইউনিয়নের চরআজমপুর এলাকা থেকে তার লাশ উদ্ধার করা হয়। 

রাজিব লোহাগড়া উপজেলার ধানাইড় গ্রামের জুলহাস ভূঁইয়ার ছেলে।

পারিবারিক সূত্রে জানা যায়, গত ২৪ মে দুপুরে বাড়ির পাশে মধুমতি নদীতে গোসল করতে যায় রাজিব। সাঁতরে অনেক দূর যাওয়ার পর নিখোঁজ হয় সে। এরপর স্থানীয় লোকজনসহ ডুবুরি দলের সদস্যরা অনেক খোঁজ করেও তার সন্ধান পাননি।

শুক্রবার সকালে রাজিবের মরদেহ নদীতে ভাসতে দেখে লোহাগড়া উপজেলার জয়পুর ইউনিয়নের চেয়ারম্যান সাইফুল ইসলাম সুমনকে অবগত করেন স্থানীয়রা। এঘটনায় রাজিবের সহপাঠীসহ পরিবারের মাঝে শোকাবহ পরিবেশ বিরাজ করছে।
কেআই// 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি