ঢাকা, বৃহস্পতিবার   ২৬ ডিসেম্বর ২০২৪

সিরাজগঞ্জে র‌্যাবের অভিযানে শীর্ষ মাদককারবারি বাপ্পি আটক

সিরাজগঞ্জ প্রতিনিধি

প্রকাশিত : ১১:৩৭, ২৭ মে ২০২৩

সিরাজগঞ্জের বঙ্গবন্ধু সেতু পশ্চিম সংযোগ মহাসড়কের ঝাঐল ওভার ব্রিজের পাশে অভিযান চালিয়ে শীর্ষ মাদক কারবারি বাপ্পিকে গ্রেফতার করেছে র‌্যাব সদস্যরা। 

র‌্যাব-১২’র সহকারী পুলিশ সুপার মোঃ মনিরুজ্জামান জানান, শুক্রবার রাতে সুনির্দিষ্ট তথ্যের ভিত্তিতে র‌্যাব-১২’র একটি টিম ঝাঐলে অবস্থান নেয়। তখন ঢাকা হতে চাঁপাইনবাবগঞ্জগামী একটি যাত্রীবাহী বাসে অভিযান চালিয়ে ১১ হাজার ১২৫ পিচ ইয়াবাসহ মাদক কারবারি বাপ্পিকে গ্রেফতার করা হয়।

শনিবার সকালে গ্রেফতারকৃত আসামিরর বিরুদ্ধে মামলা দায়ের করে উদ্ধারকৃত আলামতসহ সিরাজগঞ্জের কামারখন্দ থানায় হস্তান্তর করা হয়েছে।

এএইচ


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি