ঢাকা, বুধবার   ১৫ জানুয়ারি ২০২৫

বজ্রপাতে ধান ক্ষেতে শ্রমিকের মৃত্যু 

সিরাজগঞ্জ প্রতিবেদক

প্রকাশিত : ১২:২৭, ২৭ মে ২০২৩

সিরাজগঞ্জের শাহজাদপুরে বজ্রপাতে সুলতান প্রামানিক (৬০) নামের এক ধানকাটা শ্রমিক নিহত হয়েছেন। 

শনিবার সকাল ১০টার দিকে উপজেলার কায়েমপুর ইউনিয়নের চর আঙ্গারু গ্রামে এই দুর্ঘটনা ঘটে। তিনি ওই গ্রামের মৃত ফয়জাল প্রামানিকের ছেলে। 

এ বিষয়ে কায়েমপুর ইউনিয়নের চেয়ারম্যান জিয়াউল আলম ঝুনু বলেন, একদল শ্রমিক চর আঙ্গারুর মাঠে ধান কাটার সময় মেঘ উঠে। এ সময় সবাই দৌড়ে নিরাপদ স্থানে আশ্রয় নিলেও বৃদ্ধ সুলতান প্রাং ধীরগতিতে হেঁটে যাওয়ার সময় বজ্রপাতের আঘাতে ঘটনাস্থলেই নিহত হন। 

পরে তাকে হাসপাতালে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। 

এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

এএইচ


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি