ঢাকা, বৃহস্পতিবার   ০৩ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

বরিশাল সিটিতে মেয়র প্রার্থীদের গণসংযোগ

বরিশাল প্রতিনিধি

প্রকাশিত : ১৪:০৯, ২৭ মে ২০২৩

Ekushey Television Ltd.

বরিশাল সিটি কপোরেশন নির্বাচনে মেয়র প্রার্থীরা বিভিন্ন এলাকায় প্রচার ও গণসংযোগ করেছেন।

জাতীয় পার্টির মেয়র প্রার্থী ইকবাল হোসেন তাপস শনিবার সকাল ১১টায় নগরীর বটতলা এলাকা থেকে গনসংযোগ শুরু করেন। অপরদিকে ইসলামী আন্দোলনের প্রার্থী মুফতি সৈয়দ মুহাম্মদ ফয়জুল করিম গণসংযোগ করেন নগরীর বাংলা বাজার এলাকায়। 

এসময় তারা শঙ্কা প্রকাশ করেন আগামী ১২ জুনের নির্বাচন নিয়ে। তবে ভোটাররা যদি নির্বিঘ্নে ভোট কেন্দ্রে যেতে পারেন তবে তারা ভোট যুদ্ধে বিজয়ই হবেন বলে আশা প্রকাশ করেন। সেই সঙ্গে তার উন্নয়নের নানা প্রতিশ্রুতিও দেন।

এদিকে সকাল সাড়ে ১১টার দিকে আওয়ামী লীগের নৌকা মার্কার মেয়র প্রার্থী খোকন সেরনিয়াবাতকে বিজয়ই করতে ছাত্রলীগ নেতা ফয়সাল আহম্মেদ মুন্নার নেতৃত্বে নগরীতে একটি নির্বাচনী প্রচার মিছিল বের করা হয়। মিছিলটি নগরীর বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে সদর রোড গিয়ে শেষ হয়।

এএইচ


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি