ঢাকা, বৃহস্পতিবার   ২৬ ডিসেম্বর ২০২৪

সিরাজগঞ্জে মানসিক রোগীর পেটে মিললো ১৫টি কলম

একুশে টেলিভিশন

প্রকাশিত : ০৮:৫৩, ২৮ মে ২০২৩

সিরাজগঞ্জের শহীদ এম. মনসুর আলী মেডিকেল কলেজ হাসপাতালে আব্দুল মোতালেব (৩৫) নামে এক মানসিক রোগীর পেটের ভিতর থেকে ১৫টি কলম বের হওয়ার ঘটনা ঘটেছে।

শনিবার দুপুরে হাসপাতালের সার্জারি বিভাগীয় প্রধান ডা: জাহিদুল ইসলাম ও কনসালটেন্ট ডা. আমিনুল ইসলাম খান কোন অপারেশন ছাড়া এন্ডোস্কপির মাধ্যমে এ কলম গুলো বের করেন। মানসিক রোগী আব্দুল মোতালেব বেলকুচি উপজেলার খুকনি গ্রামের মৃত আব্দুর রহমানের ছেলে।

রাত ১০টার দিকে শহীদ এম মনসুর আলী মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক সায়ফুল ফেরদৌস মুহাম্মদ খায়রুল আতাতুর্ক বিষয়টি নিশ্চিত করে জানান, তিনি মানসিক রোগী ছিলেন।

বিভিন্ন সময়ে রাস্তা থেকে কুড়িয়ে খাদ্য ভেবে কলম গুলো খেয়ে ফেলেছিলেন। বর্তমানে তিনি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় রয়েছেন।

এমএম/


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি