ঢাকা, শুক্রবার   ০৪ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

বঙ্গবন্ধুর জুলিও কুরি পদকপ্রাপ্তির ৫০ বছর উদযাপন বরগুনায়

বরগুনা প্রতিনিধি

প্রকাশিত : ১২:০১, ২৮ মে ২০২৩

Ekushey Television Ltd.

নানা আয়োজনে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জুলিও কুরি শান্তি পদকপ্রাপ্তির ৫০ বছর পূর্তি উদযাপন হয়েছে বরগুনায়। এ উপলক্ষে র‌্যালি, সাংস্কৃতিক অনুষ্ঠান, পুষ্পমাল্য অর্পণ ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। 

আজ রোববার (২৮ মে) সকাল দশটায় জেলা প্রশাসক কার্যালয়ের সামনে থেকে র‌্যালি শুরু হয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে একই স্থানে এসে শেষ হয়। 

এর আগে স্থানীয় শিল্পীরা সঙ্গীত পরিবেশন করেন। 

র‌্যালি শেষে জেলা প্রশাসক কার্যালয়ের সুবর্ণজয়ন্তী সম্মেলন কক্ষে জেলা প্রশাসক হাবিবুর রহমানের সভাপতিত্বে আলোচনা সভায় বিভিন্ন ব্যক্তিবর্গ বক্তব্য রাখেন এবং জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জীবনী নিয়ে আলোচনা করেন। 

আলোচনা সভা শেষে অনুষ্ঠিত জুলিও কুরি বিষয়ে প্রতিযোগিতায় পুরস্কারপ্রাপ্তদের হাতে পুরস্কার তুলে দেন।

এএইচ


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি