ঢাকা, মঙ্গলবার   ২২ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

নবগঙ্গা নদীতে মিলল নিখোঁজ যুবকের লাশ

নড়াইল প্রতিনিধি 

প্রকাশিত : ১৭:৩৩, ২৮ মে ২০২৩

Ekushey Television Ltd.

নড়াইলের নড়াগাতী থানার মাউলি ইউনিয়নের মহাজন উত্তরপাড়ায় নবগঙ্গা নদীতে গোসল করতে গিয়ে নিখোঁজ হলেন আশিকুর রহমান (২৮) নামের এক যুবক। রোববার (২৮ মে) সকালে ঘটনাস্থলের পাশে ব্যাপারীপাড়া খেয়া থেকে মরদেহটি উদ্ধার করা হয়। আশিক মহাজন উত্তরপাড়ার আছির খানের ছেলে।

পরিবার সূত্রে জানা যায়, গত শনিবার (২৭ মে) দুপুরে বাড়ির পাশে নবগঙ্গা নদীতে গোসল করতে যান আশিক। এক পর্যায়ে নদীতে নিখোঁজ হন তিনি। 

একই এলাকার অভি জানান, তারা একসঙ্গে নবগঙ্গা নদীতে গোসল করতে নামেন। গায়ে সাবান মেখে নদীতে ডুব দেন। অভি গোসল করে উপরে উঠে আসলেও আশিক নদীতে ডুব দিয়ে আর উঠেননি। এলাকাবাসী খোঁজাখুঁজির পরও আশিককে উদ্ধার করা সম্ভব হয়নি।

বড়দিয়া নৌ পুলিশের এসআই লোকমান হোসেন জানান, নদীতে ডুবে আশিক নামের এক যুবকের মৃত্যুর ঘটনায় আমরা ঘটনাস্থলে গিয়েছি। মরদেহ ভেসে উঠায় পরিবারের লোকজন তা শনাক্ত করেছেন। 
কেআই//


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি