ঢাকা, শুক্রবার   ০৪ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

না’গঞ্জ সিটি করপোরেশনের নির্মাণাধীন ভবন থেকে পড়ে শ্রমিক নিহত

নারায়ণগঞ্জ প্রতিনিধি

প্রকাশিত : ০৯:৫৭, ৩০ মে ২০২৩

Ekushey Television Ltd.

নারায়ণগঞ্জ শহরে সিটি করপোরেশনের নির্মাণাধীন পদ্মাসিটি-২ ভবন থেকে পড়ে গিয়ে আসশাদুল রহমান নামে এক নিমার্ণ শ্রমিক নিহত হয়েছে। 

সোমবার দুপুরে টানবাজার এলাকায় এই দুর্ঘটনা ঘটে।

নিহত আশাদুল রংপুর জেলার মতিউর রহমানের ছেলে ও ফতুল্লার মাসদাইর ঘোষের বাড়িতে পরিবার নিয়ে বসবাস করতেন।

নিহতের সহকর্মী আল-আমিন জানান, দুপুরে ১৪তলা নির্মাণাধীন ভবনের মাচা বাঁধার কাজ শেষে নামাতে গিয়ে পা পিচলে উপর থেকে নিচে পড়ে যায় আসশাদুল। পরে তাকে দ্রুত উদ্ধার করে নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

সদর মডেল থানার উপ-পরিদর্শক বোরহান উদ্দিন জানান, নির্মাণাধীন ভবনে কাজ শেষে নামতে গিয়ে আসশাদুলের পা পিচলে উপর থেকে নিচে পড়ে মৃত্যু হয়। নিহতের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে।

এএইচ


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি