ঢাকা, বুধবার   ১৫ জানুয়ারি ২০২৫

দায়িত্ব পালনকালে ট্রেনে কাটা পড়ে পুলিশ কনস্টেবল নিহত

গাজীপুর প্রতিনিধি

প্রকাশিত : ১৫:২৬, ৩০ মে ২০২৩

গাজীপুরের টঙ্গীতে দায়িত্ব পালনকালে ট্রেনের নীচে কাটা পড়ে রেলওয়ে পুলিশের এক কনস্টেবলের মৃত্যু হয়েছে।

মঙ্গলবার সকাল সাড়ে ১০টার দিকে টঙ্গী রেলওয়ে স্টেশনের দুই নম্বর প্ল্যাটফর্মে এ দুর্ঘটনা ঘটে। নিহত পুলিশ কনস্টেবল  আব্দুল বাতেন।

রেলওয়ে পুলিশ জানায়, সকালে টঙ্গী রেলওয়ে স্টেশনের দুই নম্বর প্ল্যাটফর্মে দায়িত্ব পালন করছিলেন আব্দুল বাতেন। এ সময়  ঢাকাগামী সিরাজগঞ্জ এক্সপ্রেস ট্রেনটি টঙ্গী রেলওয়ে স্টেশনে পৌঁছালে পেছন দিক থেকে তাকে ধাক্কা দেয়। এতে তিনি রেল লাইনের উপর পড়ে গিয়ে ট্রেনের নীচে কাটা পড়ে গুরুতর আহত হন। 

ঘটনার পর রেলওয়ে ফাঁড়ির পুলিশ মুমূর্ষু অবস্থায় তাকে উদ্ধার করে টঙ্গীর শহীদ আহসান উল্লাহ মাস্টার জেনারেল হাসপাতালে নিয়ে যান। সেখানে নেওয়ার পর তার মৃত্যু হয়।

এএইচ


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি