ঢাকা, শনিবার   ২৮ ডিসেম্বর ২০২৪

নাসিরনগরের ৩ ইউনিয়ন থেকে ৩৮৬ টি অবৈধ অস্ত্র উদ্ধার

নাসিরনগর প্রতিনিধি 

প্রকাশিত : ১৫:২৮, ৩০ মে ২০২৩ | আপডেট: ১৬:২১, ৩০ মে ২০২৩

ব্রাহ্মণবাড়িয়া জেলার নাসিরনগর থানা পুলিশের চিরুনী অভিযানে ৩৮৬ টি অবৈধ দেশীয় অস্র উদ্ধার করা হয়েছে। 

সোমবার ব্রাহ্মণবাড়িয়ার জেলা পুলিশ সুপারের নির্দেশে নাসিরনগর থানার অফিসার ইনচার্জ মোঃ হাবিবুল্লাহ সরকারের নেতৃত্বে একটি দল কুন্ডা ইউনিয়নে একযোগে অভিযান পরিচালনা করে। এসময় ৩৮৬ টি দেশীয় অবৈধ অস্র উদ্ধার করা হয়েছে। অভিযান পরিচালনা শেষে ধরমন্ডল বাজারে তাৎক্ষণিক উপস্থিত লোকদের উদ্দেশ্যে অবৈধ অস্র নিজ হেফাজতে রাখার কুফল সম্পর্কে বক্তব্য প্রদান করা হয়।

বক্তব্যে অফিসার ইনচার্জ মোঃ হাবিবুল্লাহ বলেন, মারামারি, দাঙ্গা -ফ্যাসাধে না জড়িয়ে শান্তিপূর্ণ সহাবস্থানের মাধ্যমে বসবাস করার জন্য। আসন্ন ঈদ উল আজহা উপলক্ষে গরু চুরি রোধে প্রহরা এবং ঈদের জামাতকে নিয়ে যাতে কোন গন্ডগোল না হয় সে ব্যাপারেও বক্তব্য রাখেন তিনি।

এসবি/ 


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি