ঢাকা, বুধবার   ০২ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

পুকুরের পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু

রাজশাহী বিভাগীয় প্রতিনিধি

প্রকাশিত : ০৯:৫১, ৩১ মে ২০২৩

Ekushey Television Ltd.

রাজশাহী মহানগরীর বোয়ালিয়া থানার হেতেমখাঁ গোরস্থান সংলগ্ন একটি পুকুরে গোসল করতে নেমে পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু হয়েছে। নিহত অনন্ত (৬) ও নির্ঝর (৯) সম্পর্কে খালাতো ভাই। 

মঙ্গলবার বেলা সাড়ে ১১টার দিকে এ ঘটনা ঘটে।

অন্তর নগরের বোয়ালিয়া থানার হেতেমখাঁ ছোট মসজিদ এলাকার গোবিন্দর ছেলে এবং নির্ঝর একই এলাকার নিরেনের ছেলে।

বোয়ালিয়া থানার ওসি সোহরাওয়ার্দী হোসেন বলেন, হেতেমখাঁ কবরস্থানের পুকুরে বেলা সাড়ে ১১টার দিকে গোসল করতে যায় অনন্ত ও নির্ঝর। পুকুরে নামার এক পর্যায়ে তারা পানিতে ডুবে যায়। পরে স্থানীয় লোকজন তাদের উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে গেলে চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।

ওসি আরও জানান, এ ঘটনায় থানায় একটি অপমৃত্যুর মামলা হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

এএইচ


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি